নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদীর মনোহরদী প্রেস ক্লাবের উদ্যোগে আশ্রয়ণ প্রকল্প বাসীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে মনোহরদী প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো.খাদেমুল ইসলামের সঞ্চালনায় ও মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি শ্যামল মিত্র এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরিদ উদ্দিন, মনোহরদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু ছায়েম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ফখর উদ্দিন রাজী, মনোহরদী প্রেস ক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য মো.মোবারক হোসেন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন মনোহরদী প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান তছলিম,শামীমুল ইসলাম, কে এইচ নজরুল ইসলাম, তাজুল ইসলাম বাদল,আল আমিন হোসেন, সোহরাব হোসেন শিবলুসহ আরোও অনেকে। অনুষ্ঠান শেষে মনোহরদী উপজেলার গোতাশিয়া, চরমান্দালিয়া, কৃষ্ণপুর ও খিদিরপুর এই ৪টি ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প বাসীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।