আকাশ দাশ সৈকতঃ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন ইমরান হোসেন তুষার। তিন মাসের জন্য তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
আর্থিক অনিয়ম এবং কাগজের জালিয়াতির কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে শুক্রবার সবধরণের ফুটবল কর্মকাণ্ড থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেন ফিফা। এরপর সোমবার বিকেলে বাফুফে ভবনে এই বিষয়ে এক জরুরি সভার আয়োজন করা হয়। যেখানে আবু নাঈম সোহাগকে বাফুফে থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয় এবং তার স্থলে বাফুফের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইমরান হোসেন তুষাকে। বাফুফের সাধারণ সম্পাদক হতে অনেকেই ইচ্ছা প্রকাশ করলেও শেষ পর্যন্ত সভাপতি কাজী সালাউদ্দীনের ব্যক্তিগত সহকারী এবং প্রটোকল বিভাগের ম্যানেজার ইমরান হোসেন তুষারের উপর আস্থা রেখেছে বাফুফে।
এই প্রসঙ্গে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘আমাদের দৈনন্দিন অনেক কর্মকান্ড চলে। সবাই নিজ নিজ বিভাগ নেই বেশ ব্যস্ত। তাই আমাদের কাজ চলমান রাখার জন্য ইমরান হোসেন তুষারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। তার বর্তমান দায়িত্বের সঙ্গে অতিরিক্ত হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।’
তিনি আরো বলেন, ‘তাকে ৩ মাসের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। এই দায়িত্ব অনাধিক ৬ মাসের জন্য।’
বাফুফে পূর্ণাঙ্গ সাধারণ সম্পাদকের জন্য বিজ্ঞপ্তি প্রদান করবে, ‘আমরা মাস তিনেক পর পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ সম্পাদক নিয়োগ প্রক্রিয়ায় যাব। এর আগ পর্যন্ত ইমরান কাজ চালিয়ে যাবে।’
ইমরান হোসেন তুষার ২০১৬ সালে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করছিলেন। এরপর প্রটোকল বিভাগের ম্যানেজারও দায়িত্ব পালন করেন। এখন এর সঙ্গে যোগ হচ্ছে সাধারণ সম্পাদকের দায়িত্ব।