রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগার কারণে একদিন বন্ধ থাকার পর আবারও খুলেছে নিউমার্কেট-গাউছিয়াসহ এর আশপাশের মার্কেটগুলো।
রোববার (১৬ এপ্রিল) নিউমার্কেট, গাউছিয়া, চন্দ্রিমা মার্কেট, নূরজাহান মার্কেটসহ আশপাশের অন্যান্য মার্কেটগুলো খুলতে দেখা যায়। সকালে মার্কেটগুলো খোলার পর দোকানিদের বিক্রির প্রস্তুতি নিতেও দেখা গেছে।
মার্কেট খোলার বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নিউ সুপার মার্কেট ছাড়া সব মার্কেটই আবার খোলা হয়েছে।
তিনি আরও বলেন, আগুনের কারণে শনিবার রাস্তা বন্ধ থাকায় মার্কেটগুলো বন্ধ ছিল। রাস্তা খুলে দেওয়ায় ব্যবসায়ীদের দোকানে যেতে বাধা নেই।
নিউমার্কেট এলাকায় অন্যান্য মার্কেটগুলো মধ্যে রয়েছে, ধানমন্ডি হকার্স মার্কেট, গ্লোব সুপার মার্কেট, নূর ম্যানশন শপিং সেন্টার, নেহার ভবন শপিং সেন্টার, ইসমাইল ম্যানশন, সুবাস্তু অ্যারোমা সেন্টার শপিংমল ও ইস্টার্ন মল্লিকা ইত্যাদি।
উল্লেখ্য, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেট সংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একে একে মোট ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ফায়ার সার্ভিসের প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় অনেক কিছু।
ভয়াবহ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় সেনা, নৌ, বিমান বাহিনী। আইন-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিল বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরাও।