আমাদের আম্পায়ারদের আত্মবিশ্বাস একটু কম!

আকাশ দাশ সৈকত
বাংলাদেশের আম্পায়ারদের আত্মবিশ্বাস একটু কম বলে জানিয়েছেন বাংলাদেশ আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার আমহেদ মিঠু।

বাংলাদেশ ক্রিকেটে আম্পায়ার্সদের নিয়ে অভিযোগ বেশ পুরনো। আম্পায়ারদের দেওয়া অনেক সিদ্ধান্ত নিয়ে তৈরি হয় বিতর্ক চলে আলোচনা-সমলোচনা। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দেখা গেছে এমন দৃশ্য। ফলে চলতি ডিপিএল নিয়ে নিজেদের মধ্যে আলাপ করতে শনিবার বিসিবিতে বৈঠকে বসে আম্পায়ার্স কমিটি। এরপর গণমাধ্যমের সাথে কথা বলেন এই কমিটির প্রধান ইফতেখার আহমেদ মিঠু।

তিনি বলেন, ‘আপনি যদি আমাদের কাছে অভিযোগ না করেন আমি কীভাবে জানবো সমস্যাটা আছে? সবাই ম্যাচ জিতে যায়, এসব নিয়ে আর কথা বলে না। একটাও কিন্তু অভিযোগ আসেনি। আমরা জানতে পেরেছি কিন্তু আপনাদের কাছ থেকে।’

মিঠু মনে করেন ডিআরএস থাকলে এমন বিতর্ক হতো না, তাছাড়া আমাদের আম্পায়ারদের আত্মবিশ্বাস একটু কম মিঠুর ভাষ্য, ‘আমি বলবো না যে পারফেক্ট, এ বছর কিছু সিদ্ধান্তে কিছু বিতর্ক তৈরি হয়েছে। আমি মনে করি ডিআরএস থাকলে এসব হত না। আমাদের আরো অনেক কাজ করতে হবে। আম্পায়ারদের কনফিডেন্স বিল্ড আপ করতে হবে। এখানে আমাদের এলিট আম্পায়াররাও ভুল করছে, করবে। এটা পার্ট অব দ্য গেম। আমি মনে করি আমাদের আম্পায়ারদের আত্মবিশ্বাস একটু কম। আত্মবিশ্বাস ও ম্যাচ ম্যানেজমেন্ট, এ দুইটা জায়গায় আমাদের প্রচুর কাজ করতে হবে।

সর্বশেষ