শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে জেলা প্রশাসকের উদ্যোগে ও সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রতিবন্ধী বিশেষ চাহিদা সম্পন্ন ৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) বেলা ১১ টায় শরীয়তপুর সদর উপজেলার মডেল মসজিদ অডিটোরিয়াম রুমে এ ঈদ সামগ্রী বিতরন করেন শরীয়তপরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান।
এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সামিনা ইয়াসমিন প্রমূখ।
ঈদ সামগ্রীতে ছিল ১ কেজি সেমাই, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল ও ১ কেজি চিনি।