বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক হলেন অপি!

আকাশ দাশ সৈকত ঃ এক বছরের চুক্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনূর্ধ্ব-১৪ থেকে অনূর্ধ্ব ১৯ বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পেলেন দেশের প্রথম সেঞ্চুরিয়ান মেহেরাব হোসেন অপি।

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন আগেই। দীর্ঘদিন ধরে সহকারী কোচের ভূমিকায় ছিলেন মেহেরাব হোসেন অপি। তবে এবার সববয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে দায়িত্বে থাকবেন সাবেক এই ক্রিকেটার। অপি ছাড়াও বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে দায়িত্বে আছেন আরও চারজন। তারা হলেন- হান্নান সরকার, সাজ্জাদ আহমেদ শিপন, হাসিবুল হাসান শান্ত ও এহসানুল হক।

এইদিকে নতুন নির্বাচক হিসেবে দায়িত্ব পাওয়ার কথা গণমাধ্যমকে নিশ্চিত করে অপি বলেন, ‘আমি অনূর্ধ্ব ১৪ থেকে ১৯ সবগুলো দলের নির্বাচক হিসেবেই কাজ করব।’

১৯৯৮ থেকে ১৯৯৩ পর্যন্ত অপি জাতীয় দলের হয়ে খেলেন। এ সময় ৯ টেস্টে ২৪১ রান ও ১৮ ওয়ানডেতে ৪৪৯ রান করেন। এছাড়া ৫৮টি প্রথম শ্রেণির ম্যাচে ১৮০৫ ও ৬৮টি লিস্ট এ ম্যাচে ১৫৭৫ রান করেন অপি।

সর্বশেষ