বৈশাখ উপলক্ষ্যে জবিতে “রায়বেঁশে” নাটক মঞ্চায়িত

রিদুয়ান ইসলাম, জবি সংবাদদাতা:
নববর্ষ ১৪৩০ ও পহেলা বৈশাখ উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘রায়বেঁশে’ নাটক মঞ্চায়িত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে কৃপাকনা তালুকদারের পরিকল্পনায় বাঙালী ঐতিহ্যের অন্যতম নিদর্শন ‘রায়বেঁশে বা লাঠিখেলা’ নাটকটি মঞ্চস্থ হয়।

শুক্রবার (১৪ এপ্রিল) ১১:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় নাটকটি প্রদর্শিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

এসময় তিনি বলেন, ‘আমরা শান্তি ও সম্প্রীতি চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িকতার কোনো স্থান নাই। প্রতিবছর পহেলা বৈশাখ আসলে নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়। যেকোনো সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিতে সার্বক্ষণিকভাবে আমাদের সজাগ থাকতে হবে।’

তিনি আরও বলেন, রায়বেঁশে বা লাঠিখেলা হাজার বছরের বাঙ্গালী ঐতিহ্যের এক অন্যতম নিদর্শন। যুদ্ধ নৃত্য হলেও আমাদের দেশীয় আচার উপাচার মিশ্রিত এই পরিবেশনাটি আমাদের নিজস্ব সংস্কৃতির অংশ। যা পরিবেশিত হয়ে আসছে বিভিন্ন দেশীয় পার্বণে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা তাদের পাঠ্যক্রমে দেশজ নাট্যের নৃত্য অংশে এই রায়বেঁশে পরিবেশনার মাধ্যমে তা উপস্থাপিত হয়েছে।

নাটকটি পরিবেশনায় ছিলেন; রকি, মারুফ, অনন্যা, নিশা, রুদ্র, বাবলু আলম, সৌমিক, ঈশিতা, খুশি, নওমী, সাদিয়া, মুগ্ধ, তাকরিম, মোস্তাকিন, শোভন, সুরাজ, মুস্তাফিজ, অভিজিৎ এবং ফিজা। অংশগ্রহণকৃতরা বিশ্ববিদ্যালয়ের ১৪তম, ১৫তম, ১৬তম ও ১৭তম আবর্তনের শিক্ষার্থী।

পুরো নাটক ও পোশাক পরিকল্পনায় ছিলেন কৃপাকনা তালুকদার। দ্রব্যসামগ্রী নির্মাণে ঈশিতা এবং প্রকাশনা ও পোস্টারিং ছিলেন সাদিয়া নিশা। এছাড়াও সঙ্গীত পরিবেশনায় শোভন, সুরাজ, তাকরিম, অনন্যা, নিশা, মুস্তাফিজ, অভিজিৎ, ফিজা ছিলেন।

সর্বশেষ