থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় একযুগে পদার্পণ

কুবি প্রতিনিধি:
“স্বদেশী স্পন্দনে, তারুণ্যের জয়গানে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৪ এপ্রিল ২০১০ সালে যাত্রা শুরু করে এক যুগে পা রাখলো থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়। শুক্রবার (১৪ এপ্রিল) আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, ইফতার মাহফিল ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সংগঠনটি।

বিকাল সাড়ে ৫ টায় ক্যাফেটেরিয়া থেকে একটি আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থিয়েটার কুবির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। তারপর থিয়েটারের সভাপতি ইশতিয়াক আহমেদের সঞ্চলনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে নববর্ষের আবহে ইফতারের আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা হাবিবুর রহমান, প্রত্নতত্ত্ব বিভাগের সভাপতি ও থিয়েটারের উপদেষ্টা ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন, থিয়েটারের সাবেক সভাপতি মহিউদ্দিন সজিবসহ সাবেক-বর্তমান সদস্য ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

এক যুগ পদার্পণের বিষয়ে থিয়েটারের উপদেষ্টা ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের অর্থায়নে সংগঠনগুলো করে। থিয়েটার ক্যাম্পাসের প্রথম সাংস্কৃতিক সংগঠন। এর মাধ্যমে আস্তে আস্তে অন্য সংগঠনগুলো হয়েছে। আজকে থিয়েটার এক যুগে পদার্পণ করেছে এটা বিরাট ব্যাপার। এজন্য তাদের সাদুবাদ জানাই। আমি চাই, তারা কাজের মাধ্যমে নিজেদের প্রকাশ করুক। সংগঠনকে আরো দূর এগিয়ে নিয়ে যাক সেই মঙ্গল কামনা করি।

এক যুগ পদার্পণের বিষয়ে থিয়েটারের সভাপতি ইশতিয়াক আহমেদ বলেন, ২০১২ সালে আমাদের যে অগ্রযাত্রা শুরু হয়েছে সেই ধারাবাহিকতায় আজকে আমরা এক যুগ পদার্পণ করলাম। এই দীর্ঘ যাত্রায় থিয়েটারের সকল শুভাকাঙ্ক্ষী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সবার প্রতি কৃতজ্ঞতা। থিয়েটার প্রথম থেকেই চেষ্টা করছে সৃজনশীল কার্যক্রমগুলো পরিচালনা করার। আমরা ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করবো।

তিনি আরো বলেন, নাটক আসলে সমাজের দর্পন হিসেবে কাজ করে, সমাজের কথা বলে। আমরা মঞ্চ নাটকের মাধ্যমে এই সমাজ ও মানুষের কথাই তুলে ধরি। আমাদের আগামীর মোটোই হচ্ছে নাটকের মাধ্যমে মানুষকে সচেতন করা। আমাদের এই পথযাত্রায় সবাইকে সারথি হিসেবে চাই সেই প্রত্যাশা।

সর্বশেষ