যুব,ঐক্য,প্রগতি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নরসিংদী জেলা মনোহরদী উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১১ই এপ্রিল) নাদিম মাহমুদ বায়েজিদ কে আহবায়ক ও মাসুদুর রহমান সোহাগ-কে সদস্য সচিব করে ৬৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন জাতীয়তাবাদী যুবদল নরসিংদী জেলা শাখার সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদার হোসেন ভূঞা।
কমিটিতে ৩০ জন যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।৩১ জন-কে সদস্য করা হয়েছে।
নবগঠিত কমিটির সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ এর সাথে যোগাযোগ করা হলে তিনি, দৈনিক ভোরের আলো কে জানান,আমরা নতুন কমিটি পেয়ে আনন্দিত।কে সভাপতি, কে সেক্রেটারি পদ বিবেচনা না করে,আমরা জিয়ার সৈনিক এ আদর্শ কে লালন করে, আগামী দিনে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি সবাইকে নিয়ে বাস্তবায়ন করতে চাই।
একইসাথে তিনি নরসিংদী জেলা যুবদল সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদার হোসেন ভূঞা কে ধন্যবাদ জানান। বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মনোহরদী উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল সাহেব কে।
নতুন কমিটি বিষয়ে যোগাযোগ করা হলে যুগ্ন আহবায়ক এমরান হোসেন, দৈনিক ভোরের আলো কে বলেন ,মনোহরদী উপজেলা যুবদল ৬৩ জন সদস্য নিয়ে আমাদের পরিবার। আমারা সবাই মিলে এক ছাতার নিচে কাজ করব। শহীদ জিয়ার নিজ হাতে গড়া যুবদলে পতাকাতে কোন দিন কলঙ্কেকর দাগ লাগতে দিব না।শহীদ জিয়ার আদর্শকে বুকে ধরে এগিয়ে যেতে চাই।একইসাথে মনোহরদী উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানান।
মনোহরদী উপজেলা জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন দলের তৃণমূল নেতাকর্মীরা। পাশাপাশি নতুন কমিটির সফলতা কামনা করেছেন যুবদলের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা।