এচেভেরিকে দলে ভেড়াতে চায় রিয়াল মাদ্রিদ

আকাশ দাশ সৈকত ব্রাজিলিয়ান তরুণ ফুটবলার এন্ড্রিক ফিলিপকে আগেই দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টদের চোখ এখন আর্জেন্টিনায়। শোনা যাচ্ছে আর্জেন্টিনার তরুণ বিস্ময় বালক ক্লাউদিউ এচেভেরিকে দলে ভেড়াতে চায় ঐতিহ্যবাহী ক্লাবটি। আর্জেন্টিনার ঘরোয়া দল রিভারপ্লেটের হয়ে খেলে থাকেন ১৭ বছর বয়সী এচেভেরি। তবে ইউরোপীয় মিডিয়ায় বেশ পরিচিত নতুন মেসি নামে। তাইতো এবার তাকে দলে ভেড়াতে চায় রিয়াল মাদ্রিদ। এইদিকে রিয়াল মাদ্রিদ ছাড়া ও তাকে দলে পেতে চায় বিশ্বের বেশ কিছু বড় ক্লাব। সম্প্রতি এমন তথ্য জানিয়েছেন দলবদল বিষয়ক সংবাদমাধ্যম ফিচাহেস। তারা বলছে, আর্জেন্টাইন তরুণ এই বিস্ময় বালকের দিকে চোখ রেখেছে রিয়াল মাদ্রিদ। এছাড়া ম্যানচেস্টার সিটি আর পিএসজি ও তাকে দলে ভেড়াতে চাই। তাই বলা যায় আসন্ন গ্রীষ্মকালীন দলবদল এচেভেরির জন্য হতে পারে ইংলিশ, ফেঞ্চ আর স্প্যানিশ লিগ চ্যাম্পিয়নদের ত্রিমুখি লড়াই।

সর্বশেষ