মঙ্গল শোভাযাত্রা সফল করার আহ্বান বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী

আগামী ১৪ এপ্রিল বাংলা বছরের প্রথম দিন। এদিন সব ষড়যন্ত্র রুখে দিয়ে পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট আয়োজিত ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এক বিবৃতিতে এ আহ্বান জানান।

মঙ্গল শোভাযাত্রা বন্ধের জন্য একজন আইনজীবীর পাঠানো আইনি নোটিশের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উদীচীর বিবৃতিতে বলা হয়, এই আইনি নোটিশ মূলত বাংলা বর্ষবরণ আয়োজনকে বাধা দেওয়ার জন্য মৌলবাদী, ধর্মান্ধ গোষ্ঠীর যে ধারাবাহিক অপচেষ্টা তারই অংশমাত্র।

বিবৃতিতে উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, এই আইনি নোটিশ প্রদানের মাধ্যমে প্রকৃতপক্ষে ওই আইনজীবীই রাষ্ট্রবিরোধী কাজ করেছেন বলে মনে করে উদীচী। অবিলম্বে ওই আইনজীবীকে শাস্তির আওতায় আনা এবং তার আইনজীবী সনদ বাতিলের দাবি জানিয়েছে উদীচী।

বিবৃতিতে জানানো হয়, যত বাধাই আসুক, বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি রক্ষার সে পথ থেকে উদীচীকে সরানো যাবে না। এ ছাড়া এ বিষয়ে সব প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনকে সোচ্চার ভূমিকা পালনের আহ্বানও জানিয়েছেন তারা।

উল্লেখ্য, পহেলা বৈশাখ, বাংলা বছরের প্রথম দিন। ‘বাংলা নববর্ষ ১৪৩০’ জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার।

সর্বশেষ