আকাশ দাশ সৈকত:
পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে টপকে ইউরোপিয়ান ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
ইউরোপিয়ান লিগকে বিদায় বলে রোনালদোর নতুন গন্তব্য এখন সৌদি ক্লাব আল নাসের। দলটির হয়ে নিয়মিত পারফরম্যান্স করছেন এই তারকা ফুটবলার। কখনো গোল করছেন আবার কখনো অন্যকে দিয়ে করাচ্ছেন। তবে সেটা তার ক্লাব গোল কিংবা নামের পাশে যোগ হলেও যোগ হচ্ছে না ইউরোপিয়ান ফুটবলের গোলের হিসেবে। ফলে এবার তাকে টপকে ইউরোপের সেরা গোলদাতা হয়ে গেলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
লিগ ওয়ানের ম্যাচে গতরাতে নিসের বিপক্ষে মাঠে নেমেছিল লিওনেল মেসি। ম্যাচটিতে মেসি একটি গোল করেছেন, একটি অ্যাসিস্ট করেছেন। পিএসজি জিতেছে ২-০ গোলে।
এই ম্যাচে পিএসজির হয়ে প্রথম গোলটি করেছিলেন মেসি। আর সেই গোলটি তাকে নিয়ে এসেছে অন্য এক উচ্চতায়। ইউরোপিয়ান ক্লাব ক্যারিয়ারে এটা ছিল তার ৭০২তম গোল। তিনি পেছনে ফেলেছেন ৭০১ গোল করা রোনালদোকে।