জবির লোক প্রশাসন বিভাগ ছাত্রলীগের ইফতার সামগ্রী বিতরণ

লিয়ন সরকার, জবি প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পথশিশু ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোক প্রশাসন বিভাগ ছাত্রলীগের নেতা-কর্মীরা।

রবিবার (৯ এপ্রিল) বিকেল ৫ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় পথশিশু, দিনমজুর, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগ ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাফিজ অন্তর, সাধারণ সম্পাদক মোঃ শাহারিয়ার ইমন, সহ সভাপতি মোঃ মারুফ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সৃজন পাল সহ লোক প্রশাসন বিভাগ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

এবিষয়ে লোক প্রশাসন বিভাগ ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাফিজ অন্তর বলেন, ‘জবি ছাত্রলীগের নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে সম্মানিত রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। লোক প্রশাসন বিভাগ ছাত্রলীগ সদা সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে ছিল, আছে, ইনশাআল্লাহ সামনেও থাকবে।’

সর্বশেষ