সরকারের পতন নিশ্চিত করেই ঘরে ফিরবো: আব্দুল কাদির ভুইয়া জুয়েল

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদির ভুইয়া জুয়েল বলেছেন, গণতন্ত্রহীন দেশে কোনো আইনের শাসন নেই। মানুষ অভাব-অনটনে দিন কাটাচ্ছে। এই অবস্থা থেকে দেশ ও দেশের মানুষকে মুক্ত করতে হবে। জনগণের সরকার, গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা ও দেশকে দুর্নীতিমুক্ত করার আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনে সরকারের পতন নিশ্চিত করেই ঘরে ফিরবো।

শনিবার নরসিংদীর মনোহরদী থানা বিএনপি আয়োজিত বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি একথা বলেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফেরদৌস আহমেদ খোকন, কৃষক দলের যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন বিপ্লব, স্বেচ্ছাসেবক দল সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া আল মামুনসহ বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ