ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা বিএনপি আয়োজিত সভায় যোগদান শেষে ঢাকায় ফেরার পথে বিএনপির নির্বাহী কমিটির সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহনকারী প্রাইভেটকারকে ধাওয়া করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে পুলিশি তৎপরতায় হামলার হাত থেকে রক্ষা পান বিএনপি নেত্রী।
শনিবার (৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
এর আগে দুপুরে আশুগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচিতে যোগদান শেষে সরাইল উপজেলা সদরের গরুর বাজার এলাকায় উপজেলা বিএনপি আয়োজিত অবস্থান সভায় যোগ দেন রুমিন ফারহানা।
সরাইলের সভায় ব্যারিস্টার রুমিন ফারহানা সম্প্রতি সরাইলে অনুষ্ঠিত জাতীয় সংসদের উপ-নির্বাচন প্রসঙ্গে বলেন, সরাইলের মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছে। আগামী দিনেও আপনাদের একইভাবে প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, সরাইলের মাটি বিএনপির ঘাঁটি, তারেক রহমানের ঘাঁটি, বেগম জিয়ার ঘাঁটি। সরাইলের মানুষকে কেউ দমিয়ে রাখতে পারবে না।
এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা সরাইলে আসার খবর পেয়ে সরাইল উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উচালিয়াপাড়া মোড়ে জড়ো হন। পরে তারা প্রতিবাদ মিছিল বের করেন। সভা শেষে পুলিশি প্রহরায় ব্যারিস্টার রুমিন ফারহানার গাড়িটি উচালিয়া পাড়া মোড়ে পৌঁছামাত্র ছাত্রলীগের নেতাকর্মীরা গাড়িটিকে ধাওয়া করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গাড়িটিকে নিরাপদে স্থান ত্যাগ করার সুযোগ করে দেন।
এ সময় সরাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শরিফ উদ্দিন বলেন, ব্যারিস্টার রুমিন ফারহানা সরাইল-আশুগঞ্জের কেউ নন। তিনি এই এলাকায় বহিরাগত। তিনি প্রায়ই সরাইল এলাকার এসে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করেন। পাশাপাশি সরাইল উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনকে নিয়ে কটূক্তি করেন। এসবের প্রতিবাদে আমরা তাকে প্রতিহত করার চেষ্টা করছি। আগামী দিনেও একইভাবে তার মিথ্যাচারকে প্রতিহত করা হবে।