আকাশ দাশ সৈকতঃ
সৌদি আরবের প্রধান কোচের দায়িত্ব নিচ্ছে সাবেক পর্তুগিজ তারকা ফুটবলার হোসে মরিনহো।
কাতার বিশ্বকাপে নিজেদের প্রধান ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে দারুণ চমক দিয়ছিলো সৌদি আরব। চেনা কন্ডিশনে অচেনা প্রতিপক্ষের বিপক্ষে ঐতিহাসিক জয়ে সবচেয়ে বড় অবদান ছিলো কোচ হার্ভি রেনারের। তবে বিশ্বকাপের পর ফ্রান্স নারী দলের দায়িত্ব নিতে সৌদি আরবের সঙ্গে নিজের যাত্রাটা আর দীর্ঘায়িত করেননি রেনার। তার ছেড়ে যাওয়ায় জায়গাটিতে এবার জোসে মরিনহোকে নিয়োগ দিতে চায় সৌদি আরব ফুটবল কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে মরিনহোকে কোচ হিসেবে পেতে সৌদি আরব রেকর্ড প্রায় ১২ কোটি ইউরো বেতনও দিতে চায় যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৩৮২ কোটি টাকা।
ইতালিয়ান সংবাদমাধ্যম কোরিয়েরে দেল্লো স্পোর্তের দেওয়া খবর বলছে, ৬০ বছর বয়সী মরিনহোকে দুই মৌসুমের জন্য পেতে বছরপ্রতি ছয় কোটি ইউরো দিতে চায় সৌদি আরব। যদি তিনি সৌদি আরবের দেওয়া এই প্রস্তাব গ্রহণ করেন তিনি হবেন ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি বেতনের কোচ।
এইদিকে বর্তমানে ইতালিয়ান ক্লাব এএস রোমার সঙ্গে চুক্তিবদ্ধ আছেন মরিনহো। ক্লাবটির সঙ্গে পর্তুগিজ কোচের চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৪ সালে। তবে সৌদি আরবের দেওয়া প্রস্তাব গ্রহণ করলে রোমার সঙ্গে মেয়াদ শেষ না করেই মরুর দেশে পাড়ি দিবেন মরিনহো।