জবি সংবাদদাতাঃ
রমজান উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগ শাখা ছাত্রলীগ অস্বচ্ছল মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পাশে বাহাদুর শাহ পার্কে এ ইফতার বিতরণ করেন সমাজবিজ্ঞান শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক আব্দুল সুমিত।
এসময় সমাজবিজ্ঞান শাখা ছাত্রলীগের সহসভাপতি টুটুলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সমাজবিজ্ঞান শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার দলীয়ভাবে ইফতার মাহফিল করতে নিষেধ করেছেন। এর পরিবর্তে অসহায় ও সামর্থহীনদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। নেত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা সমাজবিজ্ঞান ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ইফতার বিতরণের মধ্য দিয়ে অস্বচ্ছল ও সামর্থহীন মানুষের পাশে দাঁড়িয়েছি।