আকাশ দাশ সৈকত ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সম্মানসূচক আজীবন সদস্যপদ পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে এই সম্মাননায় ভূষিত হলেন মাশরাফি। বুধবার এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করে এমসিসি লিখেছে, ‘বাংলাদেশের হয়ে প্রভাব বিস্তারি বোলিং অলরাউন্ডার হিসেবে ১৯ বছরের ক্যারিয়ার উপভোগ করেছেন মাশরাফী বিন মোর্ত্তজা।’ এই সম্মান পেয়ে দারুণ আপ্লুত মাশরাফী বলেন, ‘এমসিসি’র সম্মানসূচক আজীবন সদস্যপদ পাওয়া আমার ক্রিকেট জীবনের অন্যতম বড় প্রাপ্তি। মহেন্দ্র সিং ধোনি, কেভিন পিটারসেন, যুবরাজ সিং, ডেল স্টেইন, রস টেইলর, ওয়েন মর্গ্যানের মতো গ্রেটদের সঙ্গে এই তালিকায় থাকতে পারা আনন্দের। বাংলাদেশের ক্রিকেটের জন্যও এটি স্বীকৃতি। সবার কাছে দোয়াপ্রার্থী, যেন সামনেও বাংলাদেশ ক্রিকেটের সম্মান ও মর্যাদা ধরে রাখতে পারি।’ চলতি দফায় নারী এবং পুরুষ উভয় ক্যাটাগরিতে বিভিন্ন দেশের মোট ১৭ জন ক্রিকেটার পেলেন এমসিসির এই সম্মাননা। যেখানে মাশরাফি ছাড়া আছে মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, সুরেশ রায়না, কেভিন পিটারসেন, ইয়ন মর্গ্যান, মোহাম্মদ হাফিজ, ঝুলন গোস্বামী এবং মিতালি রাজের মতো তারকা ক্রিকেটাররা। এইদিকে মাশরাফির আগে বাংলাদেশ থেকে ক্রিকেট প্রশাসনের সঙ্গে জড়িত দুজন ব্যক্তি এমসিসির সম্মানসূচক এই সদস্যপদ পেয়েছিলেন। এমসিসির সদস্যপদ পাওয়া প্রথম বাংলাদেশি ছিলেন বিসিবির সাবেক সহ–সভাপতি প্রয়াত রাইসউদ্দিন আহমেদ। ২০০৩ সালে বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরি এমসিসির সদস্যপদ পান।