আকাশ দাশ সৈকত : আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার লিওনেল মেসিকে দলে পেতে বছরে ৪০০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি সৌদি ক্লাব আল হিলাল।
ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) সাথে চুক্তির মেয়াদ আছে চলতি মৌসুম পর্যন্ত। গুঞ্জন আছে আরো একবছরের জন্য আর্জেন্টাইন দলপতিকে দলে রাখতে চায় ফরাসি ক্লাবটি। তবে এরই মাঝে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় আর লিগ ওয়ানে পয়েন্ট হারানোর ম্যাচে বাজে পারফরম্যান্স করেছেন লিওনেল মেসি। তাইতো তার উপর থেকে বিশ্বাসটাই হারিয়ে পেলেছে পিএসজি সমর্থকরা। ফলে বিভিন্ন গণমাধ্যমের খবর মতে চুক্তি নবায়ন না করে মেসিকে ছেড়ে দিতে পারে পিএসজি।
ফরাসি গণামধ্যম লে’কিপের প্রতিবদেন বলছে, পিএসজির সঙ্গে মেসির চুক্তি খুব শিগগিরই ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখনও অফিসিয়াল কোনো সিদ্ধান্ত আসেনি। এর আগে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ক্লাব প্রজেক্টের চূড়ান্ত অংশ হওয়া শর্তে চুক্তির জন্য অপেক্ষা করছে আর্জেন্টাইন সুপারস্টার।
এইদিকে মেসিকে দলে ভিড়াতে বিশাল এক অংকের প্রস্তাব করেছে সৌদি ক্লাব আল হিলাল। সাতবার ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারকে দলে পেতে বছরে ৪০০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি আছে তারা। বাংলাদেশি মুদ্রায় যা বছরে প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা।