প্রেম করার জন্য শিক্ষার্থীদের একসপ্তাহের ছুটি

আকাশ দাশ সৈকত:

নিজের পছন্দ সঙ্গীর সাথে যতো খুশি প্রেম করো, রোম্যান্স কর কিংবা প্রয়োজনে সঙ্গী খুঁজে নিয়ে একসপ্তাহের জন্য তার সাথে সময় কাটানোর জন্য
প্রেম করার জন্য শিক্ষার্থীদের একসপ্তাহের জন্য ছুটি দিয়েছে চীনের কলেজগুলো।

প্রেম করার জন্য ছুটি! বিষয়টি দেখতে একটু অদ্ভুদ হলেও প্রেম করার জন্য আগামী ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত চীনের বিভিন্ন কলেজে পড়ুয়া শিক্ষার্থী ছুটি দেওয়া হয়েছে। তবে কেন এমন সিদ্ধান্ত? এই বিষয়ে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি পরিক্ষামূলকভাবে এমন সিদ্ধান্ত নিয়েছে কলেজগুলো।

এইদিকে এই বিষয়ে এনবিসি প্রতিবেদনে বলা হয়, “এই সিদ্ধান্ত প্রথম ঘোষণা করা হয় গত ২১শে মার্চ। যেটা ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত কার্যকর করা হয়েছে। যেখানে কলেকগুলো এই ছুটির নাম দিয়েছে স্প্রিং ব্রেক”।

আরো বলা হয়, “শুধু নিজের সঙ্গীর সাথে নয়। প্রয়োজনে প্রকৃতির সাথে প্রেম করার ও পরামর্শ দিয়েছে কলেজগুলো।

সর্বশেষ