দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ভাগ্য বাংলাদেশের হাতে

আকাশ দাশ সৈকত:

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে দক্ষিণ আফ্রিকার লাগবে বাংলাদেশের সাহায্য। আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে সাকিব-তামিমরা সিরিজ জিতলে সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে প্রোটিয়ারা।

ঘরের মাঠে দুর্দান্ত খেলে নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে ১৪৬ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হটিয়ে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগের পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে উঠে এলো এইডেন মার্করামের দল। তবে দলটির এখনো আসন্ন ভারতের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ নিয়ে আছে শঙ্কা। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ সিরিজে যদি আয়ারল্যান্ড ৩-০ ব্যবধানে জিততে পারে তবে জিম্বাবুয়ে বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিতে হবে তাদের।

২০২২-২৩ মৌসুমে সুপার লিগে প্রোটিয়ারা ৯৮ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে। আয়ারল্যান্ড ঘরের মাঠে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে সিরিজ হারাতে পারলে তাদেরও পয়েন্ট ৯৮ হয়ে যাবে। তখন আইরিশদেরও সুযোগ থাকবে সরাসরি বিশ্বকাপে খেলার।

এইদিকে দক্ষিণ আফ্রিকার জয়ে কপাল পুড়েছে ওয়েস্ট ইন্ডিজের। জিম্বাবুয়েতে ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে হবে ক্যারিবিয়ানদের। আগামি ১৮ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের সেই বাছাইয়ে স্বাগতিক জিম্বাবুয়েসহ আরো অংশ নেবে নেদারল্যান্ডস, নেপাল, ওমান, স্কটল্যান্ড। তাদের সঙ্গী হবে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের যে কোনো একটি দল।

সর্বশেষ