রাজশাহীর বিনোদপুরের রিকশাচালক জাহিদ মিয়ার সন্তান চাঁন মিয়ার ডাক্তার হবার স্বপ্ন পূরন করলেন প্রযুক্তিবিদ

রাজশাহীর বিনোদপুরের রিকশাচালক জাহিদ মিয়ার সন্তান চাঁন মিয়ার ডাক্তার হবার স্বপ্ন পূরন করলেন প্রযুক্তিবিদ

মোঃশাহবাজ মিঞা শোভন স্টাফ রিপোর্টার:- পড়ার জন্য একটি চেয়ার কিংবা টেবিল পাননি চান মিয়া। খাটের উপর উরু হয়ে বসে ঘন্টার পর ঘন্টা পড়ালেখা করতে গিয়ে মেরুদণ্ড ব্যাথা হয়ে গিয়েছে তার। আর এমন ব্যাথাতুর সাধনাতেই পেয়েছেন এবছর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ।রাজশাহীর বিনোদপুর এলাকার পূর্ব ধরোমপুরের রিকশাচালক জাহিদ মিয়ার ছেলে চাঁন মিয়া। চাঁন মিয়া চান ডাক্তার হতে, কিন্তু খরচ যোগাবে কে? শিরোনামে ডিবিসি নিউজে গত ১৯ মার্চ সংবাদ প্রকাশিত হলে নজরে আসে প্রযুক্তিবিদ মোঃশাহবাজ মিঞা শোভনের এবং তিনি তাৎক্ষণিকভাবে চাঁনমিয়ার পরিবারের সাথে যোগাযোগ করেন। গত ২২ তারিখ প্রযুক্তিবিদ শোভন তিনি তার বরিশালের বাসায় চাঁন মিয়াকে আমন্ত্রন জানান এবং ২৩ তারিখ তাকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজে ভর্তি করান। মেডিকেল কলেজে ভর্তি হতে পেরে ওআইসি কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত ইয়ুথ লিডার শোভন এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে চাঁন মিয়া জানান “আলহামদুলিল্লাহ্,সফটওয়্যার ইঞ্জিনিয়ার শোভন ভাইয়ের প্রতি আমার অনেক ভালোবাসা ও দোয়া থাকবে সবসময়। শোভন ভাই আমার দেখা একজন সেরা ভালো মনের মানুষ। এইভাবে আমিসহ অনেক চান মিয়ার পাশে আপনি থাকবেন ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ্ আপনাকে আরো বড় করুক। ” চান মিয়ার চাচা বলেন “শোভন সাহেবের আতিথিয়েতায় আমি মুগ্ধ, আমার ভাইয়ের ছেলেকে মেডিকেল কলেজে ভর্তির সম্পূর্ণ অর্থ প্রদান, থাকা, খাওয়াসহ সকল ধরনের দায়িত্ব নেবার জন্য ও সার্বিক সকল সহযোগিতা করার জন্য আমাদের পরিবার তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। “

সর্বশেষ