আকাশ দাশ সৈকতঃ
সাকিব আল হাসানকে অধিনায়ক করে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ষোলতম আসর খেলার জন্য আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছুটি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে চিঠি দিয়েছিলো সাকিব আল হাসান এবং লিটন দাশ। তবে বিসিবি তাদের ছুটি মঞ্জুর না করে সাকিব এবং লিটনকে নিয়ে আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। এছাড়া বিসিবির ঘোষিত দলে ফিরেছেন ওপেনার মাহমুদুর হাসান জয় এবং সাদমান ইসলাম। দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান।
আগামী ৪ এপ্রিল থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুইদলের মধ্যকার একমাত্র টেস্ট।
একনজরে বাংলাদেশের টেস্ট দল:
সাকিব আল হাসান, লিটন দাস, তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম এবং মাহমুদুল হাসান জয়।