আকাশ দাশ সৈকত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার আম যাচ্ছে ইউরোপের ইতালি এবং সুইডেনসহ বেশ কিছু দেশে। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার আম চাষি হাসান মাহমুদ ওরফে শিশির বিগত কয়েকদিন আগে ফেজবুকে একটি পোস্ট দিয়েছিলেন। এবং সেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেলে আম কেনার জন্য ঢাকার তেজগাঁওয়ের বিএইচ ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান শিশিরের সাথে যোগাযোগ করে এবং সেখান থেকে সোমবার প্রথম দফায় ৮৪ কেজি আম কিনে নেন। এরপর বাছাই করে মৌসুমের প্রথম আমের ২৫ কেজি ইতালি ও ৫০ কেজি সুইডেনের একটি প্রতিষ্ঠানে পাঠান বিএইচ ইন্টারন্যাশনাল। আম বিক্রেতা মাহমুদ হাসান জানান, আমার বাগানের বেশ কিছু গাছে আম বড় হওয়ায় তা বিক্রির জন্য আমি আমার ব্যক্তিগত ফেসবুক পেজ একটা বিজ্ঞাপন দিই। এবং পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে যায়। এরপর আম কেনার জন্য রপ্তানিকারক প্রতিষ্ঠান বিএইচ ট্রেড ইন্টারন্যাশনালের মালিক যোগাযোগ করে। আমার ১২ একর পাহাড়ি জমিতে আমের বাগান রয়েছে। ধারণা করছি, এই বছর ১০ হাজার কেজি আম উৎপাদন হবে। এইদিকে রপ্তানিকারক প্রতিষ্ঠান বিএইচ ট্রেড ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, ‘ইউরোপে আমাদের দেশের কাঁচা আমের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু আমাদের দেশের আম উৎপাদনের প্রধান অঞ্চল উত্তরবঙ্গের আম পাওয়া যাবে আরও অন্তত এক মাস পরে। আগাম আম রপ্তানির জন্য কাঁচা আম খুঁজছিলাম। ফেসবুকেও আম লিখে চার্জ দিয়ে মাহমুদ হাসানের পেজটি খুঁজে পেলাম। তারপর তার সঙ্গে যোগাযোগ করে প্রথমবারের মতো নমুনা হিসেবে ৮৪ কেজি আম কিনে নিই। এর মধ্যে ৭৫ কেজি নমুনা হিসেবে ইতালি ও সুইডেনে পাঠিয়েছি।