অর্থাভাবে নারী দলের মায়ানমার সফর বাতিলের পথে

আকাশ দাশ সৈকত একের পর এক সফর বাতিল হচ্ছে সাফ জয়ী বাংলাদেশ জাতীয় নারী দলের। গত মাসে সিঙ্গাপুর সফর বাতিলের পর এবার মিয়ানমার সফর ও বাতিলের পথে কৃষ্ণা-সাবিনাদের। নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফ শিরোপা জিতে বাংলাদেশ নারী দল দেশকে এনে দিয়েছিলো সেরা সাফল্য। তবে এবার সেই নারী দলের ভবিষ্যৎ নিয়ে চলছে অনিশ্চয়তা। একের পর এক সফর বাতিল হচ্ছে অর্থ সংকটে। সিঙ্গাপুরে গত মাসে প্রীতি ম্যাচ বাতিলের পর আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে মিয়ানমারে প্যারিস অলিম্পিকের নারী ফুটবলের এশিয়ান অঞ্চলের বাছাইয়ের প্রথম পর্বের খেলার কথা থাকলেও এই বাছাইয়ে অংশ নিতে মিয়ানমার যাচ্ছে না বাংলাদেশ।

গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ তিনি বলেন, ‘এই টুর্নামেন্টটি এএফসির সাধারণ সূচির বাইরে। ফলে অংশগ্রহণের সকল খরচ বাফুফেকে বহন করতে হবে। এত পরিমাণ অর্থ আমাদের নেই। আর্থিক কারণেই আমরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারছি না’। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং বিমান খরচের সাথে যাতায়াতের মতো আবাসন খরচও বাফুফেকে বহন করতে হবে। যেখানে এই সফরের জন্য অর্ধ কোটি টাকার বেশি প্রয়োজন । বাফুফের এই অর্থ নেই তাই আর্থিক সহায়তার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছিল।

সেই চিঠির কোনো ইতিবাচক সাড়া না আসাতেই মূলত মিয়ানমার সফরের কোনো সম্ভাবনা দেখছেন না কিরণ তিনি আরো বলেন, ‘আমরা ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে সাহায্য চেয়েছিলাম। সেই সাহায্য পাওয়া সম্ভব হচ্ছে না। এরপরই আমরা দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ বাফুফের চিঠির প্রসঙ্গে বলেন, ‘আমাদের মধ্যে আলোচনা চলমান। আনুষ্ঠানিকভাবে এখনো না করিনি।’ তিনি আরো বলেন, ” বেশ কিছু টুর্নামেন্ট আর প্রীতি ম্যাচ বাতিল হলেও ফিফা প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা চলমান, আমরা নারীদের খেলার মধ্যেই রাখতে চাই। ইতোমধ্যে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযাগ চলছে। আশা করছি সামনে প্রীতি ম্যাচ খেলা যাবে’।

সর্বশেষ