সীতাকুণ্ডের মহানগর উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

আকাশ দাশ সৈকতঃ

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজলার ১নং সৈয়দপুর ইউনিয়নের মহানগর গ্রামে অবস্থিত মহানগর মীর সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান সমপন্ন হয়েছে।

রোববার ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে প্রত্যাহিক সমাবেশের মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। এরপর নিহত শহীদদের স্মরণে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বিদ্যালয়ের
সহকারী শিক্ষক রবিউল হকের সঞ্চালনায় বিদ্যালয় পরিচালনা পরিষদের দাতা সদস্য ডাঃ মালিক লাল দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভেচ্চা বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন ।

অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের এবং বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে ডাঃ মানিক ফাউন্ডেশনের পক্ষ্য থেকে আমন্ত্রিত অতিথীরা পুরষ্কার তুলে দেন।

সর্বশেষ