চীন প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ বৃহত্তর চীন শাখা। স্থানীয় সময় রবিবার (২৬ মার্চ) সন্ধায় চীনের গুয়াংজুতে দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচীর আয়োজন করা হয়।
নেতা কর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকল বীর শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া, জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা এবং ইফতারের আয়োজন করে।
আয়োজিত আলোচনা সভায় আওয়ামীলীগের চীন শাখার সাধারন সম্পাদক আশরাফুল মোমিন চৌধুরী সঞ্চলনায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন আওয়ামীলীগের চীন শাখার সভাপতি মোঃ জনি বেপারীর।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ শামীম শেখ, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রাশেদ, সাংগঠনিক সম্পাদক পলাশ মাহমুদ, উপদপ্তর সম্পাদক ইমতিয়াজ মাহমুদ, প্রচার সম্পাদক মোঃ টিপু, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাসুদ রানা, ইন্জিনিয়ার সৈকত বিশ্বাস ঋষি, প্রিন্স, সাইদুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে চীন আওয়ামী লীগের নেতা কর্মী সহ চীনে বসবাসরত ব্যবসায়ী, সমাজসেবক, অধ্যয়নরত ছাত্র ছাত্রী এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়।