আগে দেশের খেলা পরে আইপিএল: হাথুরু

আকাশ দাশ সৈকত, ক্রিড়া প্রতিবেদকঃ

আইপিএল বড় টুর্নামেন্ট হলেও আগে দেশের খেলা! সাকিব-লিটনদের আইপিএল খেলা নিয়ে এমনটাই জানিয়েছেন টাইগার প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

চলতি মাসের ৩১ তারিখ থেকে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটগুলোর অন্যতম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসর। যেখানে গত ডিসেম্বরে অনুষ্ঠিত নিলামে বাংলাদেশ থেকে ডাক পেয়েছেন তিন তারকা ক্রিকেটার। যাদের মধ্যে সাকিব আল হাসানের সাথে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথমবারের মতো আইপিএলে ডাক পেয়েছেন উইকেটকিপার লিটন দাশ। অন্যদিকে মোস্তাফিজুর রহমান ডাক পেয়েছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। তবে তাদের তিনজনের আইপিএল খেলা নিয়ে এখনো আছে শঙ্কা। কারণ বিসিবির ব্যস্ত সূচীর কারণে পুরো মৌসুম খেলা হচ্ছে না তাদের এমনকি আইপিলের শুরু থেকে খেলতে পারবেন কিনা তার পুরোপুরি নির্ভর করছে বোর্ডের উপর।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে রোববার সংবাদ সম্মেলনে আসেন হাথুরু।
এরপরই সাকিবদের আইপিএল খেলা নিয়ে বোর্ডের সঙ্গে সুর মিলিয়ে তিনি বলেন, “আমার মনে হয় বোর্ডের সিদ্ধান্ত হচ্ছে, আগে তুমি তোমার দেশের জন্য খেলো। এটা তাদের নিলামে নাম দেওয়া বা এনওসি চাওয়ার আগেই জানানো হয়েছে। সেটি এখনও একইরকম আছে।”

এইদিকে আইপিএল খেললে কি ক্রিকেটাররা উপকৃত হতেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সেখানে খেললে তাদের স্কিলে উন্নতি হবে এতে কোনো সন্দেহ নেই। কারণ আইপিএল অনেক বড় টুর্নামেন্ট। কিন্তু তাদের প্রথম প্রাধান্য হচ্ছে দেশের জন্য খেলা”।

সর্বশেষ