গত মাসে তুরস্ক ও সিরিয়ায় যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে, তাতে কেবল তুরস্কেই আনুমানিক ১০ হাজার ৪০০ কোটি ডলার ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
তিনি বলেন, সংকটের যে মাত্রা, তাতে একক কোনো দেশের পক্ষেই এটা মোকাবিলা করা সম্ভব নয়। এই দুঃসময়ে আমাদের বন্ধুরা যেভাবে পাশে এসে দাঁড়িয়েছে, তা আমরা কখনই ভুলব না। অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডের লায়েন বলেছেন, তারা তুরস্কের পুনর্গঠন উদ্যোগে সহায়তা হিসেবে ১০৭ কোটি ডলার দিচ্ছেন, আর ভূমিকম্পে ৬ হাজার নিহত সিরিয়াকে দিচ্ছেন আরও ১১ কোটি ৫০ লাখ ডলার।
তুরস্কে ক্ষতি নিয়ে এরদোগানের সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপির ধারণারও মিল পাওয়া যাচ্ছে। ইউএনডিপি বলেছে, ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্নির্মাণে তুরস্ককে অন্তত ১০ হাজর ৩৬০ কোটি ডলার বা ২০২৩-এর প্রাক্কলিত জিডিপির ৯ শতাংশ জোগাড় করতে হবে।
সূত্র: যুগান্তর