আকাশ দাশ: সৈকত শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার রেকর্ড ভেঙে স্বদেশী পেসার ব্রেট লি এবং পাকিস্তানি স্পিনার শহীদ আফ্রিদির পাশে নাম লিখিয়েছেন মিচেল স্টার্ক। স্বাগতিক ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে হেরে শুরু করেছিলো সফরকারী অস্ট্রেলিয়া। হার দিয়ে শুরু করেছিলো সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে স্টিভ স্মিথের দল। স্বাগতিকদের ১০ উইকেটে হারিয়ে সিরিজে সমতা এনেছে তারা। যেখানে প্রথমে ব্যাট করতে নামা ভারতের ইনিংস একাই গুড়িয়ে দিয়েছেন মিচেল স্টার্ক। এদিন ৮ ওভারে ৫৩ রান খরচায় ৫ উইকেট নেওয়া স্টার্ক ১০৯ ম্যাচের ক্যারিয়ারে নবম বারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার করে ছাড়িয়ে গেছেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার ৮ বার ইনিংসে ৫ উইকেট শিকারের রেকর্ড।
একই সঙ্গে তিনি স্পর্শ করেছেন স্বদেশি সাবেক পেসার ব্রেট লির রেকর্ড। সাবেক এই পেসার ২২১ ম্যাচের ক্যারিয়ারে ৯ বার ইনিংসে ৫ উইকেট শিকার করেছিলেন। এই রেকর্ডে স্পর্শ করেছেন পাকিস্তানি সাবেক লেগ স্পিনার শহিদ আফ্রিদিকেও। ৩৯৮ ম্যাচের ৩৭২ ইনিংসে এই রেকর্ড গড়েছিলেন কিংবদন্তি এই অলরাউন্ডার। এইদিকে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ পাঁচ উইকেট নেওয়ার তালিকায় সবার উপরে রয়েছে পাকিস্তানের সাবেক পেসার ওয়াকার ইউনুস (১৩ বার) এবং শ্রীলঙ্কান স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরন (১০ বার)। ফলে ৩৩ বছর বয়সী অজি তারকা স্টার্কের সামনে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।