হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি: রাজধানীতে আজ ২০.০৩.২০২৩ ইং তারিখ সকাল ০৬.০০ ঘটিকায় পল্লবী থানার হোন্ডা মোবাইল ৭৩ টহলরত এস আই মো: জহির উদ্দীন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পল্লবী থানাধীন কালসী রোডস্থ ২২ তলা গার্মেন্টস এর সামনে থেকে ০৩(তিন) টি চোরাই মহিষসহ বিক্রয় কাজে জড়িত ০৫ জনকে গ্রেফতার করে। চোরাই কাজে ব্যবহৃত পিক-আপ জব্দ করা হয়। এ প্রসঙ্গে পল্লবী থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ ইসলাম পিপিএম বার জানান,দীর্ঘদিন ধরে এই চোর চক্রের সদস্যগণ গরু-মহিষ সহ বিভিন্ন ধরনের চোরাকারবারির সাথে জড়িত এ বিষয়ে পল্লবী থানায় চোরাই একটি মামলা রুজু হয়েছে বলে এই কর্মকর্তা নিশ্চিত করেন।