মেহেদী হাসান শাহীন, স্টাফ রিপোর্টার। গাজীপুর মহানগরের টঙ্গীতে তিনটি মোটরসাইকেল সহ চোর চক্রের পাঁচজনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব পুলিশ। রোববার (১৯ মার্চ) ভোরে মহানগরের টঙ্গীর মরকুন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকার রাশেদুল ইসলাম রনি (২৩), পূবাইলের রকিবুল ইসলাম রকিব (২৮), টঙ্গীর মাছিমপুর এলাকার মো. হাসিবুল ইসলাম শামীম (২৭), গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মো. সাকিল (২৩) ও মো. জুয়েল উদ্দিন (২৫)।
এসময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, বাইক চুরির অভিযোগের তদন্ত পাওয়ার পর তথ্য প্রযুক্তির সহায়তায় টঙ্গীর মরকুন এলাকায় অভিযান চালিয়ে তিনটি মোটরসাইকেল সহ চোর চক্রের পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।