১৪বছরে পদার্পণ দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকাকে ডিএমপি’র শুভেচ্ছা

হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি:
বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ রবিবার ১৯ মার্চ ২০২৩ দুপুরে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা হল-৪ (নবরাত্রী) এ অনুষ্ঠিত বাংলাদেশ প্রতিদিনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম ফুল দিয়ে এ শুভেচ্ছা জানান। এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি), মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম-বার, পিপিএম-বার, মোঃ ফারুক হোসেন উপ-পুলিশ কমিশনার,মোঃ ইমরান হোসেন মোল্লা
সহকারী পুলিশ কমিশনার,মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
গত ২০১০ সালে যাত্রা শুরু করেছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিন। আজ পত্রিকাটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন অনুষ্ঠিত হয়েছে। সাহসী, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছে পত্রিকাটি ।

সর্বশেষ