শার্শায় কৃষক বাঁচাও , দেশ বাঁচাও, প্রতিপাদ্য কে সামনে রেখে কৃষক সমাবেশ

মোঃ আরিফুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় অর্ধ সহস্রাধিক কৃষকদের সাথে নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১৯ মার্চ) বিকেলে শার্শা উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গনে বাংলাদেশ কৃষক লীগ শার্শা উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা কৃষকলীগের , আহবায়ক আলহাজ্ব আইনাল হকের সভাপতিত্বে কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , মাননীয় জাতীয় সংসদ সদস্য ৮৫ যশোর-১ (শার্শা ) শেখ আফিল উদ্দিন । উদ্ধোধক ,বীর মুক্তিযোদ্ধা , শরীফ আশরাফ আলী ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মঞ্জু ,শার্শা উপজেলা চেয়ারম্যান ,নুরুল ইসলাম বাদশা ,প্রচার ও প্রকাশোনা সম্পাদক বাংলাদেশ কৃষক লীগ , মিরুল ইসলাম , বেসরকারী সংস্থা বিষয়ক সম্পাদক, এ্যাড.শামসুর রহমান ,সভাপতি ,যশোর জেলা কৃষক লীগ , এ্যাড.মোসারফ হোসেন ,সাধারণ সম্পাদক ,যশোর জেলা কৃষক লীগসহ আওয়ামী লীগের সকল পর্যায় নেতাকর্মী উপস্তিত ছিলেন।

এছাড়াও শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ এবং প্রায় অর্ধ সহস্রাধিক কৃষক সমাবেশ উপস্থিত ছিলেন।

শার্শা উপজেলা কৃষকলীগের সদস্য সচিব , মোঃ মফিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে কৃষকদের নানা বিষয়ে পরামর্শ এবং কৃষি কাজে উৎসাহ প্রদান করে বক্তব্য দেন।

শেখ আফিল উদ্দিন এমপির বক্তব্যে বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কার্যকালে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং দেশে বর্তমানে খাদ্যের মজুদ সর্বোচ্চ রয়েছে।

 

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের কারণে দেশে বর্তমানে খাদ্য সঙ্কটের কোনো সম্ভাবনা নেই এবং আমরা অচিরেই খাদ্য রফতানিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হব।

সর্বশেষ