মেহেদী হাসান শাহীন, স্টাফ রিপোর্টার ; গাজীপুর মহানগরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মহানগর জাতীয় পার্টির উদ্যোগে জনসভার আয়োজন করা হয়।
শুক্রবার (১৮ মার্চ) বিকেলে নগরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে গাজীপুর মহানগর জাতীয় পার্টির উদ্যোগে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় বিরোধীদলীয় সংসদের উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম)কাদের এমপি, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপার মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু, ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী এমপি, আহসান আদেল রহমান এমপি, প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সাত্তার মিয়া, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, কেন্দ্রীয় সদস্য মো. জাকির হোসেন, জাতীয় পার্টি নেতা আবু হানিফ মাস্টার, মো, বারী মাস্টার, আরিফুর রহমান মোস্তফা, ইয়াজ উদ্দিন সরকার প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় বিরোধীদলীয় সংসদের উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম)কাদের এমপি বলেছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাসী জাপা। আমাদের সামনে এখন অনেক সমস্যা বিরাজ করছে, সামনে অনিশ্চিত অবস্থা দেখা দিচ্ছে। এ অনিশ্চয়তা, অর্থনৈতিক দুটি দল যেসব কথা বলছে বা দাবি- দাওয়া দিচ্ছে তা থেকে তাদের পিছিয়ে আসার কোনো উপায় নেই। তাতে দেশে সংঘাত দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এসময় প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, জাতীয় পার্টি শুধু ক্ষমতার মঞ্চের পরিবর্তন চায় না। ক্ষমতা আওয়ামী লীগ থেকে বিএনপি বা বিএনপি থেকে আওয়ামী লীগের হাতে যাবে আমরা তা চাই না। আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাসী। উন্নয়ন হচ্ছে বলা হলেও দেশ সত্যিকার অর্থে পিছিয়ে যাচ্ছে। এ থেকে দেশকে উদ্ধার করতে হবে। আর তা শুধু পারবে জাতীয় পার্টি। তিনি আরও বলেন, দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে। তা এমন পর্যায়ে পৌঁছেছে যে, এখন রিজার্ভের চেয়ে দেনার পরিমাণ বেশি। এ দেনা পরিশোধ করলে আর রিজার্ভ থাকবে না। প্রতি বছর এখন ১০ হাজার মিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হবে সরকারের ভুল সিদ্ধান্তের কারণেই এমন অবস্থা হয়েছে জাপা চেয়ারম্যান বলেন, কেউ এখন আর ঋণ দিতে চায় না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেছেন আর ঋণ না দিতে। তিনি এমন বার্তাও দিতে বলেছেন, ‘বাকি চাহিয়া লজ্জা দিবেন না। তা হস্তান্তরে বিশ্বাসী সামনে রমজান মাস আসছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নাগালের বাইরে।