মেহেদী হাসান শাহীন, স্টাফ রিপোর্টার ; গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লেগে মালামালসহ গুদাম পুড়ে ছাই।
রোববার (১৯ মার্চ) ভোর পৌনে ৪ টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার হেলাল উদ্দিনের টিনশেডের ঝুট গুদামে আগুন লেগে যায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে গুদাম ও ঝুট মালামাল পড়ে গেছে। সাইফুল ইসলাম আরোও জানান, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং হতাহতেরও কোনো ঘটনাও ঘটেনি।