আইপিএল খেলতে আয়ারল্যান্ড সিরিজ থেকে ছুটি চেয়েছে সাকিব-লিটন!

আকাশ দাশ সৈকত আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছুটি চেয়েছেন সাকিব আল হাসান এবং লিটন কুমার দাশ। চলতি মাসের শেষে মাঠে গড়াচ্ছে বিশ্ব ক্রিকেটের জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরের। অর্থের কড়াকড়ি আর রুপের ঝনঝনানিতে বিশ্বের অন্যান্য লিগের থেকে বেশ এগিয়ে আইপিএল। তাইতো প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন থাকে অন্তত একটি মৌসুমের জন্য হলেও যেন আইপিএলে ডাক পায়। বাংলাদেশ থেকে আসন্ন আসরের জন্য ডাক পেয়েছেন তিনজন যেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন লিটন কুমার দাশ। বাংলার দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবার মাঠ মাতাবেন তিনি। একই দলে সতীর্থ হিসেবে পাচ্ছেন বাংলাদেশ দলের আরেক তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে।

তবে আইপিএলের শুরুতে ঢাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় তাদের দুইজনের আইপিএল নিয়ে আছে শঙ্কা। কিন্তু আইপিএল খেলতে ইতিমধ্যে দুইজনই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি চেয়েছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ওরা (সাকিব-লিটন) আইপিএল খেলার জন্য আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছুটি চেয়েছেন। আমরা চিঠি পেয়েছি তবে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, ওদের এনওসি দেওয়া হবে কিনা এই বিষয়ে”। এইদিকে বিসিবির সাথে টেস্ট চুক্তি না থাকায় দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলের প্রথম থেকে খেলবেন আরেক বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান।

সর্বশেষ