আকাশ দাশ সৈকত ল্যাতিন আমেরিকা অঞ্চলের সেরা কোচের পুরষ্কার জিতলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কোলনি। সদ্য সমাপ্ত হওয়া বছরে দুর্দান্ত পারফরম্যান্স করেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। জুনে কোপা আমেরিকায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে দীর্ঘ ২৮ বছর পর কোন শিরোপা নিজেদের ঘরে তুলেছিলো মেসি-ডি মারিয়ারা। এরপর ইতালিকে হারিয়ে ঘরে তুলেছিলো ফিফা ফাইনালাসিমার পুরষ্কার। বছরের শেষে ফ্রান্সকে হারিয়ে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছিলো তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যেখানে সবচেয়ে বড় কারিগর ছিলেন কোচ লিওনেল স্কোলনি। বিশ্বকাপের সেরা কোচের সাথে চলতি বছরের শুরুতে ফিফার বর্ষসেরা কোচের পুরষ্কার জিতেছিলেন তিনি। এবার ল্যাতিন আমেরিকা অঞ্চলের সেরা কোচের পুরষ্কার উঠলো ৪৪ বছর বয়সী এই কোচের হাতে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, মোট ২১৮ জন সংবাদকর্মী এই ভোটে অংশ নিয়েছিলেন। দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচ হওয়ার পথে লিওনেল স্কালোনি পেয়েছেন ১০৭ ভোট। তালিকায় দুইয়ে থাকা ব্রাজিলের ক্লাব পালমেইরাসের কোচ আবেল ফেরেইরা পেয়েছেন ৩৫ ভোট। ১৯৮৬ সাল থেকে ল্যাতিন আমেরিকার জাতীয় দল এবং ক্লাব কোচদের থেকে নির্বাচিত কোচকে এই পুরষ্কার দিয়ে আসছে এল পাইস।