ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় উচিত আমাদের দ্বিপাক্ষিক সিরিজে আমন্ত্রণ জানানো: তামিম ইকবাল

আকাশ দাশ সৈকত ঃ বর্তমানে ক্রিকেট বিশ্বের সেরা শক্তিশালী দলগুলোর মধ্যে অন্যতম বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং পাঁচবারের ওয়ানডে বিশ্বকাপ জয়ী দল অস্ট্রেলিয়া। তবে সম্প্রতি ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে ইংলিশদের হোয়াইটওয়াশ করার পর ব্রিটিশ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেন, ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় উচিত আমাদের দ্বিপাক্ষিক সিরিজে আমন্ত্রণ জানানো’।

সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সাত বছর পর ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারের রেকর্ড গড়েছিলো বাংলাদেশ। তবে সিরিজের তৃতীয় ম্যাচে দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছেড়েছিলো সাকিব-তামিমরা। এরপর বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার স্মৃতি এখনও তরতাজা বাংলাদেশ দলের। বিশ্বসেরাদের দম্ভ গুঁড়িয়ে সিরিজের সবকটি ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

যেকোনো মাঠে যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে জয়ের সামর্থ্য রাখে এই দলটি। বড় দলের বিপক্ষে নিয়মিত খেলা না হলেও ব্রিটিশ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেন, বাংলাদেশের উচিত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় বেশি বেশি দ্বিপাক্ষিক সিরিজ খেলা।‘

এইদিকে ইংল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশি দর্শকদের নিয়ে তামিম বলেন, ‘যদি ইংল্যান্ডের সঙ্গে তাদের মাঠে আমাদের সিরিজ হয়, আমি নিশ্চিতভাবে বলতে পারি আমাদের দর্শক বেশি থাকবে।’

উল্লেখ্য বাংলাদেশ সর্বশেষ ইংল্যান্ডে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ২০১০ সালে। যেখানে টেস্টে জোড়া সেঞ্চুরি রয়েছে তামিম ইকবালের। অন্যদিকে অস্ট্রেলিয়ায় গিয়েছিল তারও দুই বছর আগে, ২০০৮ সালে।

সর্বশেষ