বেনাপোল প্রতিনিধি: ভোজন বিলাসী মানুষগুলোর কথা ভেবে নতুন মাত্রা নিয়ে বেনাপোলে উদ্বোধন হলো উড সান রেস্টুরেন্ট।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে বেনাপোল পেচোর বাওড়ে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন যশোর -১ শার্শা আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন, যশোর জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক শামীমা আলম সালমা, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ওহিদুজ্জামান অহিদ, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল, বেনাপোল পৌর সভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আহাদুজ্জামান বকুল, বেনাপোল পৌর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।