ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে বাংলাদেশে আসছে না ব্রুনাই

আকাশ দাশ সৈকত ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে বাংলাদেশে আসছে না ব্রুনাই জাতীয় ফুটবল দল। আসন্ন ঘরের মাঠে সিশেলস এবং ব্রুনাইয়ের বিপক্ষে ত্রিদেশীয় টুর্নামেন্টকে সামনে রেখে বর্তমানে সৌদি আরবে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মার্চ মাসে ফিফার আন্তর্জাতিক বিরতিতে আগামী ২০ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের পরিকল্পনা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে অনিবার্য কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাখান করেছে ব্রুনাই জাতীয় ফুটবল দল। মঙ্গলবার এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি জানান, ব্রুনাই না আসায় বাংলাদেশ ও সিশেলস দুটি ম্যাচ খেলবে। ফিফার আন্তর্জাতিক বিরতিতে বাংলাদেশে আসবে সিশেলস। দেশটির বিপক্ষে দুটি খেলা হবে। আর তারা নির্ধারিত সময়েই ঢাকায় আসবে। জানা গেছে, আগামী ২৫ মার্চ ও ২৮ মার্চ সিশেলসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে সময়সূচী নিয়ে কখনো কিছু জানায়নি বাফুফে।

সর্বশেষ