স্টাফ রিপোর্টার:
তানভীর রহমান রাজুর ডিজিটাল নিরাপত্তার আইনে দায়েরকৃত মামলার জামিনে মুক্তি পাওয়ায় অফিসে মিষ্টি মুখ কোরান সাংবাদিক সুমন।
রাজু মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা মৃত আবুল হোসেন মোল্লা ও তার ভাই কামরুল হাসান মোহাম্মদপুর আওয়ামী লীগ থানা শাখা সাংগঠনিক সম্পাদক ও সমকাল পত্রিকা প্রতিনিধি তাদের বাবা নৌকা নিয়ে প্রতীক নিয়ে নির্বাচিত মোহাম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
মাগুরা জেলার মোহাম্মদপুর থানার যুবলীগ কর্মী গত ৩রা মার্চ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেবি নাজনীন মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। এই নিয়ে অত্র এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। হাজার হাজার নারী পুরুষ রাজুর মুক্তির জন্য মানব বন্ধন, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্ম সূচি পালন করেন এবং জেলা প্রসাশক বরাবর স্মারক লিপি প্রদান করে। মানবন্ধন কর্মসূচিতে এলাকার শীর্ষস্থানীয় ব্যাক্তিবর্গ ভাইস চেয়ারম্যান বেবি নাজনীনের বিভিন্ন অপকর্ম জনসম্মুখে তুলে ধরে তাকে অবাঞ্চিত ঘোষণা করেন।
এখানে উল্লেখ্য যে, গত ২১শে ফেব্রুয়ারী শহীদ মিনারে ভাইস চেয়ারম্যান বেবি নাজনীন হাস্যউজ্জাল মুখে পুস্প অর্পনের ছবি তানভীর রহমান রাজু তার ফেসবুকে পোস্ট করার কারণে ভাইস চেয়ারম্যান বেবি নাজনীন তার উপর ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে মাগুরার মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। এপ্রসঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান বলেন , উক্ত ঘটনা ছাড়াও সে বিভিন্ন সময়ে আমাকে নিয়ে ফেসবুকে কুটুক্তি করতো তাই আমি তার বিরুদ্ধে মামলা করেছি।
আজ ১৪ ই মার্চ ২০২৩ ইং মাগুরা জেলা আদালত রাজুকে জামিনে মুক্তি প্রদান করেন। এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে খুশির আবেশ বয়ে যাচ্ছে এবং বিভিন্ন স্থানে তার মুক্তিতে মিষ্টি বিতরণ করা হচ্ছে।