মনোহরদী ( নরসিংদী) প্রতিনিধি মনোহরদী বাজারে ব্যবসা পরিচালনায় নানা অনিয়মের কারনে মোবাইল কোর্ট রোববার রাতে ১১ দোকানীকে জরিমানা করেছে। সোমবার রাতে মনোহরদী সদর বাজারে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রেজাউল করিম পরিচালিত এ মোবাইল কোর্ট নানা অনিয়মের কারনে বাজারের ১১ দোকানীকে ৩৪ হাজার টাকা জরিমানা করে বলে কোর্ট সূত্রে জানা যায়। এতে বাজারের দুলাল ষ্টোর, রিয়াজ ষ্টোর, লক্ষী নারায়ন ষ্টোর,দূর্গা ষ্টোর,রাখাল ষ্টোর,কবির ষ্টোর,ইশা ষ্টোর, এক মাছ দোকানী ও ৩ হোটেল মালিককে এ জরিমানা করা হয়েছে।কোর্ট পরিচালনাকারী মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান,ভোক্তা ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় এ অভিযান অব্যহত থাকবে ।এ সময় মনোহরদী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ শাহনেওয়াজ তাকে সহযোগীতা করেন।