আরও ১০০০০ কর্মী ছাঁটাই করবে মেটা

বিশ্বজুড়ে চলা আর্থিক মন্দা সামলাতে গিয়ে হোচট খাচ্ছে একের পর এক প্রতিষ্ঠান। কয়েকদিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রের দুটি ব্যাংকও বন্ধ হয়ে গিয়েছে।

সেই ধাক্কা এবার পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিকানা প্রতিষ্ঠান ‘মেটা’র উপর।

প্রতিষ্ঠানটি আবারও কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে শুরু করেছে। মেটা জানালো, দ্বিতীয় দফায় আরও ১০ হাজার কর্মী ছাঁটাই করা হবে সংস্থাটি থেকে। কিছুদিন আগেও ১১ হাজার কর্মী ছাঁটাই করেছিল মেটা।

মঙ্গলবার মেটার সিইও মার্ক জুকারবার্গ জানিয়ে দিয়েছেন, তার সংস্থা কমপক্ষে ১০০০০ কর্মী ছাটাই করতে চলেছে। শুধু তাই নয়, ৫০০০ নতুন নিয়োগ দেওয়ার কথা ছিল মেটায়, সেটাও আপাতত বন্ধ থাকছে।

বিভিন্ন সূত্র জানায়, বিজ্ঞাপন থেকে মেটার আয় কমেছে। ফলে ব্যয় কমানোর কথা চিন্তা করেই এই বিপুল সংখ্যক কর্মীকে ছাঁটাই করতে চলেছে মেটা।

এর আগে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম মেটা প্ল্যাটফর্ম ১২ হাজার কর্মী ছাঁটাই করবে বলে জানায়। সেসময় বলা হয় বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে কোম্পানিটিকে।

সেসময় ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০০৪ সালে প্রতিষ্ঠার পর ১৮ বছরের সবথেকে বড় সংকটের মুখে পড়েছে কোম্পানিটিকে। সংকট কাটাতে অন্তত ১৫ শতাংশ কর্মী ছাঁটাই করতে হবে।

এরপর কর্মীদের সঙ্গে এক অফিশিয়াল প্রশ্নোত্তর পর্বে ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেছিলেন, ফেসবুকের অভ্যন্তরীণ পর্যালোচনাপ্রক্রিয়ায় সবার সহযোগিতা প্রয়োজন। এ কারণে পুরো কোম্পানি থেকে মোট কর্মীর ১৫ শতাংশ (১২ হাজার) ছাঁটাই করার জন্য নির্বাচন করা উচিত।

সর্বশেষ