আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে দল ঘোষণা!

আকাশ দাশ সৈকত : আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)!

ঘরের মাঠে বর্তমানে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এর মাঝে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টির সাথে একটি টেস্ট ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গতকাল বাংলাদেশ সফরে এসেছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। যার জন্য ইতিমধ্যে তামিম ইকবালকে অধিনায়ক করে প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।

১৮, ২০ ও ২৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি।

আগেই বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ও ওয়ানডে অভিষেক হওয়া কিপার ব্যাটার জাকির হাসান এবার ডাক পেলেন ওয়ানডে স্কোয়াডে। এই দুই পরিবর্তন ছাড়া আর কোনো চমক নেই তামিম ইকবালের নেতৃত্বাধীন ওয়ানডে স্কোয়াডে।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডঃ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং জাকির হাসান।

সর্বশেষ