শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী পন্ডিতসার উচ্চ বিদ্যালয়ের ১২৪ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ মার্চ) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ গোলাম মুরসালিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকতা শেখ রাশেদউজ্জামান, সাবেক এমপি শহীদ নুরুল হকের কন্যা ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা জোবায়দা হক অজন্তা, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক।
এসময় স্কুলের প্রধান শিক্ষক মাস্টার মোসলেহ উদ্দিন বক্তব্য রাখেন। এসময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।