আকাশ দাশ সৈকত : আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকা নারী দলের সাবেক অধিনায়ক ডেন ভ্যান নিকার্ক।
নিয়মিত অধিনায়ক নিকার্ককে ছাড়াই ঘরের মাঠে সদ্য সমাপ্ত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছিলো দক্ষিণ আফ্রিকা। তবে ঠিক কি কারণে নিকার্ককে দলের বাইরে রাখা হয়েছিলো সেই বিষয়ে কিছুই জানায়নি দলটির ক্রিকেট বোর্ড। যার জন্য দেশটির ক্রিকেট পাড়ায় বয়ে গিয়েছিলো সমলোচনার ঝড়। তবে বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে যাওয়া নিকার্ক জানিয়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়। ভারতের ক্রীড়াভিত্তিক গণমাধ্যম ইএসপিএন এই তথ্য নিশ্চিত করেছে।
এরআগে সাবেক প্রোটিয়া অলরাউন্ডার নিকার্কে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিকার্ক লেখেন, ‘আমাদের জীবনে কিছু কিছু অধ্যায় না চাইলেও মেনে নিতে হয়। বন্ধ করতে না চাইলেও কিছু বিষয়ের সমাপ্তি টানতে হয়। ভেঙে পড়া থেকে নিজেকে উদ্ধার করতে গিয়ে উল্টো নিজেকে হারিয়ে ফেলার মতো নির্দিষ্ট পয়েন্ট এখানে নেই।’
২০০৯ সালে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় নিকার্কের। এরপর তিনি প্রোটিয়া জার্সিতে ১০৭টি ওয়ানডে ম্যাচে ২১৭৫ রান এবং ১৩৮টি উইকেট পান। টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি খেলেছেন ৮৬টি ম্যাচ। বিপরীতে তিনি ৬৫ উইকেট ও ১৮৭৭ রান করেছেন।