জবি প্রশাসনের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে ডিবেটিং সোসাইটির শুভেচ্ছা

রিদুয়ান ইসলাম, জবি প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সকল সেবা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৩০ শতাংশ ছাড় পাবে এই মর্মে একটি গবেষণা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পাচঁ বছরের সমঝোতা এই চুক্তির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শুভেচ্ছা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।

শনিবার (১১ মার্চ) ডিবেটিং সোসাইটির দপ্তর সম্পাদক মো. মোর্শেদ হাসান আসিফ স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে শুভেচ্ছা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মধ্যে আগামী ০৫ বছরের জন্য গবেষণার সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তিতে বঙ্গবন্ধু মেডিকেলে যাবতীয় চিকিৎসা ব্যয়ে (পরীক্ষা-নিরীক্ষা সহ ) জগন্নাথ বিশ্বাবদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ৩০ শতাংশ ছাড় পাবে। উক্ত মহৎ উদ্যোগকে শুভেচ্ছা জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন জেএনইউডিএস এর সভাপতি মো. সাইদুল ইসলাম সাঈদ ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান রাজু।

এছাড়াও বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন বিভিন্ন শিক্ষার্থীবান্ধব ধারাবাহিক কর্মকান্ডের প্রত্যাশা ব্যক্ত করেন।

এবিষয়ে ডিবেটিং সোসাইটির সভাপতি মো. সাইদুল ইসলাম সাঈদ বলেন, ‘প্রশাসনের শিক্ষার্থীবান্ধব এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন জনবান্ধন কর্মসূচীর ধারা অব্যহত থাকুক এই প্রত্যাশা রাখছি।’

উল্লেখ্য যে, বৃহস্পতিবার (৯ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মাঝে গবেষণা সহযোগিতার জন্য সমঝোতা স্মারক বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সেমিনার, উচ্চতর গবেষণা, প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক তথ্য এবং জার্নাল আদান প্রদান সহ বিভিন্ন সহযোগিতা পাবার লক্ষ্যে প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য একটি চুক্তি করা হয়েছে। এই চুক্তির মাধ্যমে মেডিকেলের যাবতীয় টেস্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৩০% ছাড় পাবে।

###

সর্বশেষ