আকাশ দাশ সৈকতঃ
চট্টগ্রামে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এবার সেই জয়ের পুরষ্কার মাঠকর্মীদের দিলেন সাকিব আল হাসান।
বড় কোনো ম্যাচ জয় কিংবা সিরিজ জেতার পর মাঠকর্মীদের পুরস্কৃত করার সংস্কৃতি রয়েছে ক্রিকেট পাড়ায়। সেটায় এবার শামিল হলেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। চট্টগ্রামে দুই ম্যাচে তিন পুরষ্কার পাওয়া সাকিব একটির অর্থ দিয়ে দিলেন মাঠকর্মীদের।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে বাংলাদেশ জিতেছিলো ৫০ রানে। যেখানে ব্যাট হাতে ৭৫ রানের ইনিংসের সাথে বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলো সাকিব এরপর গত বৃহস্পতিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অপরাজিত ৩৪ রানের পাশাপাশি একটি উইকেট যোগ হয়েছিলো সাকিবের নামের পাশে। তাইতো চট্টগ্রামে দুই ম্যাচে তিন পুরষ্কার অর্জন করা সাকিব একটি পুরষ্কারের মোট অর্থ (১ লাখ) দিয়ে দিলেন চট্টগ্রামের মাঠকর্মীদের।
বৃহস্পতিবার ম্যাচের আনুষ্ঠানিকতা শেষে উইকেটে এসে পুরষ্কারের বিষয়টি জানান দুই কিউরেরট প্রভীন হিঙ্গানিকর ও জাহিদ রেজা বাবুকে। সংশ্লিষ্ট একজন জানান, ‘চট্টগ্রামের মাঠ-উইকেট নিয়ে সাকিব খুশি। টাকা হাতে পেলে সবাইকে এই টাকা ভাগ করে দেয়ার জন্য বলেছে সে।’