নিজস্ব প্রতিবেদকঃ
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ। ঢাকা জেলা নির্বাহি কমিটি ও কাউন্সিলর নির্বাচন (২০২৩-২০২৫ টার্ম) এর
সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ফুড ডিপার্টমেন্টের সাবেক মেধাবী ছাত্র নাসিমুল গনী। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ফুড ডিপার্টমেন্টে ১৯৯৭-৯৮ সেশন এর ছাএ।ক্যাম্পাসে থাকাকালীন বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাসাপ) সদস্য হিসেবে তার বহুল পরিচিতি ছিল। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায় ২ নং দক্ষিণ হামসাদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে।
বর্তমানে তিনি বাংলাদেশের স্বনামধন্য ফুড ইন্ডাস্ট্রিগুলোতে কনসালটেন্ট এবং অ্যারোমাটেক ফ্লেভার এর রিচার্স এবং ডেভেলপমেন্ট এক্সপার্ট হিসেবে কাজ করছেন। তিনি আইডিইবি ফুড ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সভাপতি ও প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ফেডারেশন বাংলাদেশ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে বর্তমানে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।
তিনি আইডিইবি ঢাকা জেলা, প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন বাংলাদেশ, আইডিইবি ফুড ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনসহ সকল সার্ভিস এসোসিয়েশননের সদস্যদের, বন্ধু-বান্ধব, ছোট ও বড় ভাই সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।